বসুন্ধরা সিটিতে ইয়োসো’র নতুন আউটলেট উদ্বোধন, ষষ্ঠ শাখা বাংলাদেশে


আন্তর্জাতিক লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ইয়োসো বাংলাদেশ তাদের ষষ্ঠ আউটলেট চালু করেছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই নতুন শাখার।

উদ্বোধনী আয়োজনে ছিল প্রাণবন্ত ফ্ল্যাশ মব এবং দেশের প্রথম ইনডোর বেলুন ড্রপ— যা এসেছে ইয়োসো দুবাইয়ের ধারণা থেকে। নীল ও গোলাপি হাজারো বেলুনে ভরে ওঠে বসুন্ধরা সিটির কেন্দ্রীয় অ্যাট্রিয়াম, উৎসবমুখর পরিবেশে উজ্জ্বল হয়ে ওঠে পুরো মল।

ফিতা কেটে ও ডিজিটাল স্ক্রিন উন্মোচনের মধ্য দিয়ে স্টোরটির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, ফকির অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান এবং ইয়োসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুনজেরিন জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, ‘ইয়োসো বসুন্ধরা সিটিতে আসায় ক্রেতারা আরো বৈচিত্র্যময়, সৃজনশীল ও সাশ্রয়ী মূল্যের লাইফস্টাইল পণ্য কেনার সুযোগ পাবেন।’

মুনজেরিন জামান বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের রিটেইল অভিজ্ঞতা স্থানীয় ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চাই। কেনাকাটা যেন সবার জন্য হয় আনন্দদায়ক, স্টাইলিশ এবং সহজলভ্য—সেটাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে ‘পিআর বক্স গিভঅ্যাওয়ে’-এর মাধ্যমে ৩০ জন দর্শনার্থী পেয়েছেন বিশেষ উপহার। দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

উদ্বোধনের দিন শপিং মলজুড়ে ছিল উৎসবের আমেজ, ক্রেতা ও পরিবারের ভিড়ে জমজমাট হয়ে ওঠে বসুন্ধরা সিটি।

ব্লক সি ও ডি-এর নিচতলায় (মেইন এসকেলেটরের পেছনে) অবস্থিত এই নতুন স্টোরে পাওয়া যাবে আধুনিক নকশার নিত্যপ্রয়োজনীয় ও গৃহসজ্জার নানা পণ্য—যেখানে স্টাইল, ব্যবহারিকতা ও সাশ্রয় একসঙ্গে মিলেছে।

এর আগে ইয়োসো বাংলাদেশ তাদের আউটলেট চালু করেছে বনানী ১১, ধানমণ্ডি (সাত মসজিদ রোড), যমুনা ফিউচার পার্ক, নারায়ণগঞ্জ ও খিলগাঁওয়ে।
২০১৪ সালে চীনের ইইউ শহরে প্রতিষ্ঠিত ইয়োসো বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে এক হাজারের বেশি আউটলেট পরিচালনা করছে। তাদের মূলমন্ত্র— ‘Creative, Fashionable, Simple, Natural.’

Scroll to Top