উদ্বোধনী আয়োজনে ছিল প্রাণবন্ত ফ্ল্যাশ মব এবং দেশের প্রথম ইনডোর বেলুন ড্রপ— যা এসেছে ইয়োসো দুবাইয়ের ধারণা থেকে। নীল ও গোলাপি হাজারো বেলুনে ভরে ওঠে বসুন্ধরা সিটির কেন্দ্রীয় অ্যাট্রিয়াম, উৎসবমুখর পরিবেশে উজ্জ্বল হয়ে ওঠে পুরো মল।


উদ্বোধনী আয়োজনে ছিল প্রাণবন্ত ফ্ল্যাশ মব এবং দেশের প্রথম ইনডোর বেলুন ড্রপ— যা এসেছে ইয়োসো দুবাইয়ের ধারণা থেকে। নীল ও গোলাপি হাজারো বেলুনে ভরে ওঠে বসুন্ধরা সিটির কেন্দ্রীয় অ্যাট্রিয়াম, উৎসবমুখর পরিবেশে উজ্জ্বল হয়ে ওঠে পুরো মল।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, ‘ইয়োসো বসুন্ধরা সিটিতে আসায় ক্রেতারা আরো বৈচিত্র্যময়, সৃজনশীল ও সাশ্রয়ী মূল্যের লাইফস্টাইল পণ্য কেনার সুযোগ পাবেন।’
মুনজেরিন জামান বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের রিটেইল অভিজ্ঞতা স্থানীয় ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চাই। কেনাকাটা যেন সবার জন্য হয় আনন্দদায়ক, স্টাইলিশ এবং সহজলভ্য—সেটাই আমাদের লক্ষ্য।
উদ্বোধনের দিন শপিং মলজুড়ে ছিল উৎসবের আমেজ, ক্রেতা ও পরিবারের ভিড়ে জমজমাট হয়ে ওঠে বসুন্ধরা সিটি।
ব্লক সি ও ডি-এর নিচতলায় (মেইন এসকেলেটরের পেছনে) অবস্থিত এই নতুন স্টোরে পাওয়া যাবে আধুনিক নকশার নিত্যপ্রয়োজনীয় ও গৃহসজ্জার নানা পণ্য—যেখানে স্টাইল, ব্যবহারিকতা ও সাশ্রয় একসঙ্গে মিলেছে।