৩০০ কোটি মানুষ মানসিক সমস্যায়, মৃত্যু বর্ষে কোটির বেশি

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষ স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  এসব রোগে প্রতিবছর ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

 জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে বলেছে, চিকিৎসার অপ্রতুলতা ও যথাযথ যত্নের অভাবে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে।

সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ৩০০ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো স্নায়বিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত। প্রতিবছর এসব রোগের কারণে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

নীতিমালা ও তহবিলের অভাব

বিশ্বের মাত্র  ৬৩টি দেশে স্নায়বিক রোগের জন্য জাতীয় নীতিমালা আছে। আর ৩৪টি দেশ এই বিষয়ে নির্দিষ্ট বাজেট বরাদ্দ করে।

ডব্লিউএইচও কর্মকর্তারা বলেছেন, এই ব্যবধান বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার জরুরি প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে — যাতে মানসিক স্বাস্থ্যসেবা ও গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয়।

মানসিক স্বাস্থ্যসেবায় বৈষম্য

ডব্লিউএইচও-এর প্রতিবেদনে বলা হয়েছে, মানসিক ও স্নায়বিক রোগগুলো যথাযথভাবে নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব হলেও, নিম্নআয়ের ও গ্রামীণ অঞ্চলের লাখো মানুষ এখনো সেবার বাইরে থেকে যাচ্ছে।

Scroll to Top