ভূঁইয়া দিপু: নারীদের কর্মব্যবস্থাই সমাজ গঠনের মূল চাবিকাঠি


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ‘নারী হলেন শক্তির প্রতীক। যার মনোবল ও সাহস সমাজকে বদলে দেয়। নারীদের কর্মব্যবস্থা হলো সমাজের অগ্রগতির চাবিকাঠি।’

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জের কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূঁইয়া দিপু বলেন, ‘নারী ও শিশুরা হলো সমাজের অংশ। আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করব। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা টাকা নিয়ে বৈধ গ্যাস দেয়নি। আমার রূপগঞ্জের মা-বোনেরা গ্যাসের জন্য কষ্ট করছে।
বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ বৈধ গ্যাস দেব।’

সমাবেশে কাঞ্চন মহিলা দলের সাধারণ সম্পাদিকা তানজিলা শিল্পীর সভাপতিত্বে বিভিন্ন এলাকা থেকে আসা নারী নেত্রীরা বক্তব্য দেন।

Scroll to Top