ভারতের সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি, বললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

অভিনেতা কৌশিক সেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন।

সদ্য মুক্তি পাওয়া তার ছবি ‘স্বার্থপর’ নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক জানান, তিনি ধূসর চরিত্রে অভিনয় করেছেন, তবে ভবিষ্যতে একদিন শুধু মঞ্চে অভিনয় ও পরিচালনায় মনোযোগ দিতে চান।

সাক্ষাৎকারে তিনি বলেন, চিন্তাভাবনা যত পরিণত হবে, ব্যক্তিগত পরিসর তত ছোট হতে থাকে। স্বতন্ত্র চিন্তার কারণে চারপাশের মানুষ কমে যায়, তবে এতে খুব ক্ষতি হয় না। আমি নিজেকে কাচের ঘরে বন্দি মনে করি না। বিশেষ করে যখন আমি একজন মঞ্চ অভিনেতা।

Scroll to Top