নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা মাঠে থাকবে: ইসি সচিব

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। সেনা ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড় লাখ দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটে সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে।’

লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘লুট হওয়া ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি- কাজ চলমান।’

Scroll to Top