

ঢাকার দোহারে বান্ধবীদের সঙ্গে গোসলে গিয়ে খালের পানিতে ডুবে নিখোঁজের ২০ ঘণ্টা পর ভেসে উঠল শিশু ইত্তেফার লাশ। রোববার (১৯ অক্টোবর) সকাল ৯টায় চর পুরুলিয়া খালের চারঘাটা এলাকায় ইত্তেফার লাশটি ভেসে উঠে।
ইত্তেফা চর পুরুলিয়া এলাকার ইসলাম শিকদারের ছোট মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ইত্তেফার মা (বাবার ২য় স্ত্রী) নিষেধ করার পরও শনিবার ১৮ অক্টোবর দুপুর ১টার দিকে ইত্তেফা এবং তার বান্ধবী মারুফা ও রাইসা তিনজনে মিলে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে হঠাৎ ইত্তেফা পানিতে তলিয়ে যায়। তখন বাঁচার জন্য মারুফার হাত ধরার চেষ্টা করলে মারুফাও পানিতে পড়ে যায়।
পাশ দিয়ে যাওয়া একটি জেলে নৌকা মারুফাকে টেনে তুলতে পারলেও তার আগেই গভীর পানিতে তলিয়ে যায় ইত্তেফা। পরে এলাকাবাসী ও ডুবুরি দল অনেক খোজাঁর পরও ইত্তেফাকে পাওয়া যায়নি।
রোববার সকাল ৯টার দিকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর চর পুরুলিয়া এলাকায় চারঘাটায় ইত্তেফার লাশটি এলাকাবাসী ভাসতে দেখে পরিবারকে খবর দেন।
ইত্তেফার সঙ্গে থাকা মারুফা জানায়, তারা কেউ সাঁতার জানত না। ইত্তেফা ডুবে যাওয়ার সময় তাকে হাত ধরে টান দিয়ে ছিল আর তাতে সেও পানিতে ডুবে যাচ্ছিল। ইত্তেফা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ইত্তেফার বান্ধবী মারুফা ৫ শ্রেণি এবং রাইসা ৩য় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা মনে করেন, নদী বা খালের পাশে বাড়ির অভিভাবকদের আরও সচেতন হতে হবে। যেসব বাচ্চারা সাঁতার জানে না তাদের নদী বা পুকুরে গোসলে না যেতে সচেতন করতে হবে। ইত্তেফার মতো যেন এমন অকালেই ঝরে না পড়ে কেউ। ইত্তেফার এমন মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
দোহার থানার ওসি হাসান আলী বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
![]()




