ধর্মঘট শেষ হলেও নতুন সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা

ইউনাইটেড পরিবহনের বাসে উঠছেন এক যাত্রী। গতকাল ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে সত্যের পথে

ধর্মঘট প্রত্যাহারের পর গতকাল সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে জেলা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাসের চলাচল নিয়ে পরিবহন মালিক সমিতি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে মতপার্থক্য থাকায় নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে ময়মনসিংহের বাস চলাচল শুক্রবার রাত থেকে বন্ধ ছিল। এর পর  জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক এবং এনসিপি নেতাদের সভার পর গত রোববার রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহার হয়।

গতকাল জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সকাল থেকে এ রুটে সব বাস চলছে। বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম  সত্যের পথকে জানান, আমিনুল হক শামীমের গাড়ি বন্ধের ব্যাপারে  কোনো সিদ্ধান্ত হয়নি। বাসগুলোর ব্যাপারে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এর আগ পর্যন্ত সেগুলো চলবে।
পরিবহন মালিক সমিতির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার রাতের ওই বৈঠকের সিদ্ধান্তকে তারা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেন। তারা ওইদিন রাত ১২টায় এনসিপি জেলা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন।

জেলা মোটর মালিক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা শরাফ উদ্দিন কোহিনূর বলেন,  শামীমের ১৬টি বাস বন্ধ করে দেওয়ার কারণেই এই অহেতুক ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সাবেক মুখপাত্র ফয়সাল ফারনিম  সত্যের পথকে বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শামীমের মতো ফ্যাসিবাদী অপশক্তির কোনো চিহ্ন ময়মনসিংহের গণপরিবহন ব্যবস্থায় থাকবে না। যে মালিক সমিতি ফ্যাসিস্টদের হয়ে রাজনীতি ও ব্যবসা রক্ষা করার জন্য জনগণকে জিম্মি করে, তাদের নেতৃত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা অবিলম্বে এই ধর্মঘট প্রত্যাহার করে জনগণের  দুর্ভোগ লাঘব এবং শামীমের ১৬টি গাড়ির চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবি জানাচ্ছি। অন্যথায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনগণের পক্ষে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।

এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই দুদিনের ভোগান্তির পর সাধারণ যাত্রীরা সাময়িক স্বস্তি নিয়ে গন্তব্যে পৌঁছাতে শুরু করেছেন। গতকাল সকালে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে শৌখিন পরিবহন এবং আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেডসহ অন্যান্য কোম্পানির বাস ঢাকার উদ্দেশে রওনা দিতে দেখা যায়।

এই অচলাবস্থার সূত্রপাত হয় গত শুক্রবার রাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। জানা যায়, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হান ঢাকাগামী বাসে ওঠার সময় ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। অভিযোগ ওঠে, শ্রমিক ঝন্টু এ সময় তাঁকে টিটকারি ও অশালীন আচরণ করেন।
এ ঘটনার প্রতিবাদে এনসিপির বিক্ষোভের মুখে পুলিশ ওই শ্রমিককে আটক করে। এর পর এনসিপির পক্ষ থেকে আটক শ্রমিকের শাস্তি এবং শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের বাস বন্ধ ও জব্দ করার দাবি জানানো হয়। অন্যদিকে আটক শ্রমিকের মুক্তি ও ১৬টি বাসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পরিবহন শ্রমিকরা রোববার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।

Scroll to Top