এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সাবমিটে মাউশির নতুন নির্দেশনা প্রদান।

ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি অক্টোবর মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।

রবিবার মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রোগ্রামার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।আগামীকাল সোমবার পর্যন্ত এ লিংকে প্রবেশ করে বেতন-ভাতার বিল জমা দেওয়া যাবে।

মাউশি আরও জানিয়েছে, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য নতুন এই লিংক দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd লিংকে যথারীতি আগের নিয়মে বিল সাবমিট করতে পারবেন। তারা আশা প্রকাশ করছেন, আগামীকাল সোমবার মূল সার্ভার সচল করা সম্ভব হবে।


Scroll to Top