একযুগের পর মিলিত হলেন মানজুর, রুমি ও রাজ

গীতিকার মানজুর,কণ্ঠশিল্পী রুমী ও পরিচালক রাজ। ছবি: সত্যের পথে

এক যুগ পর আবারও একত্র হলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গীতিকবি মাহমুদ মানজুর ও সংগীত পরিচালক–কণ্ঠশিল্পী আরফিন রুমি। তাদের নতুন যৌথ প্রয়াস ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের একটি টিভি ধারাবাহিকের টাইটেল গান।

এই তিনজনের সঙ্গীতযাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত রাজের চলচ্চিত্র ছায়াছবি দিয়ে। সেখানে আরিফিন শুভ ও পূর্ণিমা অভিনীত ছবিটির ‘পথ জানা নেই’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় তারা পরবর্তীতে ব্যাচেলর্স দ্য ফ্যামিলি, ইডিয়টস, তারকাঁটা, যদি একদিনসহ একাধিক টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন।

তবে দীর্ঘ এক যুগ পর তারা আবার একত্র হয়েছেন টিভি সিরিজের কোনও টাইটেল গানে। ২০১৩ সালে চ্যানেল নাইন–এ প্রচারিত ইডিয়টস–এর পর এবার রাজের নির্মিত নতুন মেগা ধারাবাহিক এটা আমাদেরই গল্প–এর শিরোনাম সংগীত লিখেছেন মাহমুদ মানজুর। গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি; সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী দোলা। গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিশ্বব্যাপী বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ধারাবাহিকটি প্রচারের আগে গানটির ভিডিও প্রকাশ করা হবে। তবে অডিও আকারেই এটি ইতোমধ্যে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। তাঁর ভাষায়, ‘‘সিরিজটি প্রচারে এলে গানটির আবেদন আরও বাড়বে, কারণ গল্পের প্রতিটি পরতে এর সুর বয়ে চলেছে।’’

গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘‘রাজ কাকা, মানজুর মামা আর আমি-আমাদের তৈরি প্রতিটি গানই শ্রোতাদের ভালো লেগেছে। এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার আশীর্বাদ। ‘পথ জানা নেই’ থেকে ‘এটা আমাদেরই গল্প’-এই ধারাবাহিকতা আমাদের সৃষ্টিশীল সম্পর্কেরই প্রমাণ।’’

গীতিকবি মাহমুদ মানজুর বলেন, ‘‘রাজ কাকা আর রুমি মামা আমার জন্য আশীর্বাদের মতো মানুষ। আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝি, তাই কাজের সমন্বয়টা দারুণ হয়। ১২ বছর পর আবারও আমরা তিনজন একসঙ্গে সিরিজের টাইটেল গান করলাম-এটা আমার কাছে বিশেষ আনন্দের।’’

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি শিগগিরই প্রচার শুরু হবে চ্যানেল আই-এর পর্দায়।

 

Scroll to Top