

ফরিদপুর-৩ আসনের এমপি প্রার্থী এ. কে. আজাদের গণসংযোগ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আজ সোমবার দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদের পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতি বলা হয়, ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এ. কে. আজাদের গণসংযোগ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
তারা বলেন, এ ধরনের হামলা একটি ন্যায়সঙ্গত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা সৃষ্টি করবে। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও মত প্রকাশের সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত করার এই প্রবণতা দেশের গণতান্ত্রিক চর্চাকে গভীর সংকটে ফেলবে।
নেতারা বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত না হলে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। তাই, বাংলাদেশ জাসদ অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাসদ মনে করে, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দেশের সব রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনোভাবেই রাজনৈতিক সহিংসতা বা ভয়-ভীতি সৃষ্টির ঘটনা না ঘটে।
![]()




