উইলিয়ামসন ফিরলেন, ঘোষণা নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

নিউজিল্যান্ড ওয়ানডে দলে ফিরেছেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

২৬ অক্টোবর থেকে বে ওভালে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও এই সিরিজে ডাক পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন।

চলতি বছরের শুরুর দিকের চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবারের মতো খেলতে নামবেন উইলিয়ামসন। মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ে সফরেও ছিলেন না সাবেক এই অধিনায়ক। দলে ফিরেছেন গত আগস্টে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের সময় পেটে আঘাত পাওয়া অলরাউন্ডার নাথান স্মিথও। নিউজিল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

যদিও আসন্ন সিরিজে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরির কারণে বাদ পড়েছেন। যার মধ্যে আছেন- ফিন অ্যালেন (পা), লকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), অ্যাডাম মিলনে (গোড়ালি), উইল ও’রুর্ক (ব্যাক), গ্লেন ফিলিপস (কুঁচকি) এবং বেন সিয়ার্স (হ্যামস্ট্রিং)।

কাঁধের ইনজুরি থেকে সেরে ওঠার পর উইকেটরক্ষক হিসেবে দলে ফিরেছেন টম ল্যাথাম। জুলাই মাসে টি-টোয়েন্টি ব্লাস্টের সময় তিনি শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন। স্মিথের পাশাপাশি অলরাউন্ডার জ্যাকারি ফোকসকেও ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৩ বছর বয়সী এই খেলোয়াড় গত মাসে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজে টানা দুটি অর্ধশতক হাঁকিয়ে নিউজিল্যান্ড এ দলের হয়ে আলো ছড়ান।

পেস আক্রমণের নেতৃত্ব দেবেন ২০২৫ সালে ওয়ানডে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী ম্যাট হেনরি। চলতি বছরে নয় ইনিংসে ১৫.৫০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি।

আগামী রোববার প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে যথাক্রমে হ্যামিল্টন (২৯ অক্টোবর) এবং ওয়েলিংটনে (১ নভেম্বর)।

নিউজিল্যান্ড ওয়ানডে দল

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।

Scroll to Top