

অন্ত্রের স্বাস্থ্যে হাইড্রোজেনের ভূমিকা নিয়ে নতুন তথ্য উদঘাটন করেছেন বিজ্ঞানীরা। তারা দেখিয়েছেন, সাধারণত বাত হিসেবে নির্গত এই গ্যাস আসলে পরিপাকের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি এবং হাডসন ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ (এইচআইএমআর)- এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি নেচার মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে।
শুক্রবার মোনাশ ইউনিভার্সিটি এক বিবৃতিতে জানায়, গবেষকরা মানব অন্ত্রে হাইড্রোজেন কীভাবে উৎপন্ন হয় ও ব্যবহৃত হয় এবং কীভাবে মাইক্রোব বা অণুজীব এটির মাত্রা নিয়ন্ত্রণ করে—তা বিশ্লেষণ করেছেন।
গবেষণায় বলা হয়, অন্ত্রের অণুজীবরা অপরিপাকিত কার্বোহাইড্রেট ভাঙার সময় হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এর একটি অংশ বাত হিসেবে নির্গত হলেও, অনেকটা অংশ অন্যান্য ব্যাকটেরিয়া পুনরায় ব্যবহার করে, যা হজমে সহায়তা করে ও অন্ত্রের মাইক্রোবায়োমকে সুস্থ রাখে। এই অনুসন্ধান ভবিষ্যতে অন্ত্রসংক্রান্ত নানা রোগের মাইক্রোবায়োম-ভিত্তিক নতুন চিকিৎসা উদ্ভাবনে সহায়ক হতে পারে।
![]()




