

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড়ে পাশ করেছেন ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী।
এ বছর ভালো ফলাফল করেছে ঢাকা শিক্ষাবোর্ড। ৬৪.৬ শতাংশ পাশের হার এই বোর্ডে। ২৯২১৬০ জন পরীক্ষা দিয়ে এই বোর্ড থেকে ১৮৮৭৮৩ জন পাশ করেছেন। জিপিএ ৫ পেয়েছেন ২৬০৬৩ জন।
ঢাকা বোর্ড থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ে জানা যাবে অনলাইন মাধ্যমে। অতীতে দেখা যেত শিক্ষার্থীদেরকে ফলাফল আনতে কলেজে যেতে হচ্ছে, অনলাইনের কারণে সে ঝক্কির প্রয়োজন নেই আর।
এই নিবন্ধে আমরা জানতে পারব কীভাবে ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইন মাধ্যমে জানা যায়।
অনলাইনে HSC Result 2025 জানার নিয়ম
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জানার একাধিক সহজ ও দ্রুততর পদ্ধতি আছে। সরকারী ওয়েবসাইট তো আছেই, অন্যান্য অনলাইন মাধ্যম থেকেও খুব অনায়াসেই ফলাফল দেখা যাবে।
অনলাইনে ফলাফল জানার উপায়গুলো হলো–
১. ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে
শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে কোনো অর্থ খরচ ও ঝক্কি পোহানো ছাড়াই মাধ্যমিক পরীক্ষার ফল জানা যায়। এই পদ্ধতি অনুসরণ করে ফল জানতে হলে নিচে ধাপগুলো মেনে এগোতে হবে:
১ম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ
www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকতে হবে। বাংলাদেশের সব শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের প্ল্যাটফর্ম হচ্ছে এটি।
২য় ধাপ: পরীক্ষার তথ্য দেওয়া
পরীক্ষার ধরন (এইচএসসি/আলিম), শিক্ষাবর্ষ (২০২৫) এবং বোর্ড নির্বাচন করতে হবে ফলাফল প্রার্থীকে।
৩য় ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান
এরপর শিক্ষার্থীদেরকে তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে নির্দিষ্ট বক্সে দিতে হবে। এই দুই নম্বরের একটিতেও ভুল থাকলে ফলাফল দেখা যাবে না।
৪র্থ ধাপ: ফলাফল প্রদর্শন
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর “Submit” বোতামে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। সেখান থেকে প্রয়োজনে ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করারও সুবিধা আছে।
২. ওয়েবসাইট থেকে ফলাফল জানার পদ্ধতি
শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো আছেই, এছাড়াও www.eduboardresults.gov.bd এর মাধ্যমে ফলাফল জানা যাবে। তুলনামূলকভাবে এটিই বেশি সহজে ফলাফল প্রদর্শন করে থাকে।
১ম ধাপ: সাইটে প্রবেশ করুন
প্রথমে www.eduboardresults.gov.bd এ যেতে হবে।
২য় ধাপ: সঠিক পরীক্ষার তথ্য নির্বাচন
ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষা, বছর এবং বোর্ড নির্বাচন করুন।
৩য় ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান
পরীক্ষার্থীদের নিজ নিজ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং সঠিক ক্যাপচা কোড প্রদান করতে হবে।
৪র্থ ধাপ: ফলাফল প্রাপ্তি
সব তথ্য সঠিক হলে ‘Get Result’ বোতামে চাপতে হবে। সেটা করলেই ফলাফল প্রদর্শিত হবে।
৩. মোবাইল SMS এর মাধ্যমে HSC Result 2025 জানার পদ্ধতি
অনলাইন ছাড়াও এসএমএসের মাধ্যমে জানা যাবে ঢাকা বোর্ডের পরীক্ষার ফলাফল। খুব সহজেই মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যায়। ফলাফল প্রকাশের প্রথম ১৫-২০ মিনিট ওয়েবসাইটগুলিতে বেশি চাপ থাকে। এই সময় এসএমএস পদ্ধতি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ধাপ ১: নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস টাইপ করুন
প্রথমে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এই নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ টাইপ করতে হবে:
HSC DHA রোল নম্বর ২০২৫
উদাহরণ: HSC DHA 123456 2025
ধাপ ২: মেসেজ সেন্ড করুন
এবার, টাইপ করা মেসেজটি 16222 নম্বরে পাঠিয়ে দিন।
ধাপ ৩: এইচএসসি পরীক্ষার ফলাফল প্রাপ্তি
কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজের মাধ্যমে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
![]()




