

যুক্তরাজ্যে ৬৮টি রেস্তোরাঁ এবং ১১টি ডেলিভারি সাইট বন্ধ করে দিচ্ছে পিৎজা হাট। এর ফলে চাকরি হারাচ্ছেন ১২১০ কর্মী। খবর রয়টার্সের।
তবে পিৎজা হাটের বিশ্বব্যাপী মালিকানা প্রতিষ্ঠান ইয়াম!ব্র্যান্ডস ৬৪টি রেস্তোরাঁ বন্ধ না করার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এর ফলে ১২৭৬ কর্মীর চাকরি আপাতত যাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।
![]()




