হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭২৫, মৃত্যু ২


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

 স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৪০৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ২১৭ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

Scroll to Top