
শনিবার রাতে হস্তান্তরের মাধ্যমে হামাস এখন পর্যন্ত গাজায় আটক ২৮ জন পণবন্দীর মধ্যে ১২ জনের লাশ ফেরত দিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা থেকে আরো দুই ইসরাইলি পণবন্দীর লাশ হস্তান্তর করেছে হামাস। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠীটি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
রোববার (১৯ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রেডক্রসের মাধ্যমে ইসরাইল দুই পণবন্দীর লাশ পেয়েছে। এর আগে, গাজায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়।
পরে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লাশগুলোর মধ্যে একটি রোনেন টমি এঙ্গেলের বলে নিশ্চিত করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় ৫৪ বছর বয়সী এই ব্যক্তি নিহত হন এবং তার লাশ গাজায় নিয়ে যাওয়া হয়।
শনিবার রাতে হস্তান্তরের মাধ্যমে হামাস গাজায় আটক ২৮ জন পণবন্দীর মধ্যে ১২ জনের লাশ ফেরত দিয়েছে। চুক্তি অনুসারে, হামাস স্বাক্ষরের ৭২ ঘণ্টার মধ্যে সব ইসরাইলি পণবন্দীকে ফিরিয়ে দেয়ার কথা ছিল। বিনিময়ে ইসরাইল ৩৬০ জন ফিলিস্তিনি বন্দীর লাশ ও প্রায় দুই হাজার বন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল।হামাস জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গাজার কিছু অংশ ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার কারণে লাশ উদ্ধারের কাজ ধীরগতিতে এগোচ্ছে।ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে পণবন্দীদের লাশ অনুসন্ধানে সহায়তা করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই।
![]()




