[caption id="attachment_12140" align="alignnone" width="600"]
ফাইল ছবি[/caption]
ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড ও ২ জনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
জানা যায়, ধর্ষণ ও হত্যার শিকার ওই নারীর দুলাভাই জাহাঙ্গীর বেপারী (৩৮), কামরুল মৃধা (৩৮), আলী বেপারী (৪৩) ও বক্কার বেপারীকে (৩৮) আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দেড় লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। এছাড়া মামলার প্রমাণ লোপাটের দায়ে আসামি মমতাজ বেগম ও আবুল কালাম বেপারীকে ৫ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময় প্রধান আসামি জাহাঙ্গীর ব্যাতীত অন্যরা উপস্থিত ছিল।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ অক্টোবর রাত ১টার দিকে জাহাঙ্গীর বেপারী তার সহযোগীদের নিয়ে শ্যালিকার বাড়িতে গিয়ে বলে—‘বোন অনেক অসুস্থ, খবর দিতে বাড়ি এসেছি, দরজা খোল।’ দরজা খোলার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরসহ অন্য আসামিরা তাকে ধর্ষণ করে এবং পরে শ্বাসরোধে হত্যা করে। পরদিন প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি এসে লাশ দাফন করেন ভুক্তভোগীর মা। পরবর্তীতে ধর্ষণ ও হত্যার বিষয়টি বুঝতে পেরে নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করনে তিনি।
পরে আদালতে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ে খুশি। এই রায়ের ফলে এ ধরনের সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি।
![]()