শিক্ষার্থীদের জন্য আজ ঈদের দিন, চারদিকে উৎসব: রাবি প্রক্টর

ছবি: সংগৃহীত

রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা যথেষ্ট ভালো বলে মনে করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এভাবে নিজের মতামত ব্যক্ত করেন। 

উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেখে মনে হচ্ছে শিক্ষার্থীদের আজ ঈদের দিন। চারদিকে উৎসব উৎসব ভাব। রাকসুর অধিকাংশ ভোটারের যে বয়স, তাতে তারা আগে হয়তো কখনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দেননি। রাকসুতেই তারা প্রথম ভোট দিচ্ছেন। তাই শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখতে পেলাম।

তিনি আরও বলেন, মেয়েদের ভোটকেন্দ্রগুলিতে ভোটার উপস্থিতি ছেলেদের তুলনায় কিছুটা বেশি। মেয়েরা দীর্ঘ লাইন দিয়ে ভোটকেন্দ্রের সামনে অপেক্ষা করছে। আশার কথা এই যে- নারী শিক্ষার্থীরা এগিয়ে আসছে, তারা পিছিয়ে নেই।

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাই দায়িত্বশীল আচরণই করছেন। দিন শেষে সুন্দর একটা নির্বাচন উপহার পাব আমরা। ভোটগ্রহণ ব্যবস্থাপনার যে পরিবেশ, তাতে এবারের রাকসু নির্বাচন পুরোপুরি বিতর্কমুক্ত থাকবে বলে আশা রাখি।

Scroll to Top