শহীদ মিনারে শিক্ষকরা বাড়াচ্ছেন উপস্থিতি, লংমার্চের আয়োজন চলছে

রাজধানীর শহীদ মিনার এলাকা থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ শুরুর প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা। ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষকদের সরকারকে বেঁধে দেওয়া সময় বিকেল তিনটায় শেষ হয়েছে। ফলে পূর্বঘোষিত ‘লংমার্চ টু সচিবালয়’ শুরু করতে যাচ্ছেন তারা। ইতোমধ্যে সেই প্রস্তুতি শুরু করেছেন উপস্থিত শিক্ষক-কর্মচারীরা।

আজ বিকেল তিনটার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিও বাড়ছে। কয়েক হাজার শিক্ষক-কর্মচারী সেখানে অবস্থান নিয়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, চারটার দিকে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করবেন।

প্রসঙ্গত, বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবিগুলো হলো—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া। শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

Scroll to Top