[caption id="attachment_11944" align="alignnone" width="600"]
রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস[/caption]
চলতি মাসের ৩ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা মান্দানা। শিগগিরই চারহাত এক হতে যাচ্ছে তাদের। তার আগেই সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন দক্ষিণী এই অভিনেত্রী!
শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন বিজয়-রাশমিকা। তার আগেই অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে চান।
দীর্ঘ শুটিং শিডিউল নিয়ে প্রায়ই বিশ্রামের সময় না পাওয়ার কথা স্বীকার করে রাশমিকা বলেন, ‘অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।’
রাশমিকার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ২০১২ সালে জেতেন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব। এরপর ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক, আর সে সিনেমাই তাকে এনে দেয় দক্ষিণী ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-প্রতিটি ছবিতেই দর্শকদের মন জয় করেছেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।
![]()