বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পেতে নয়া কৌশল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল গত মঙ্গলবার। নতুন-পুরোনো মিলিয়ে ১১টি আবেদন জমা পড়েছে বেঁধে দেওয়া সময়ে। চিটাগং কিংসের মালিকানা চেয়ে আবেদন করেছে এস কিউ স্পোর্টস। বকেয়া পরিশোধ না করার কারণে এই প্রতিষ্ঠানটির ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির একজন পরিচালক জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার চেষ্টা করছেন এস কিউ স্পোর্টসের মালিক সামির কাদের চৌধুরী। তবে বিসিবির ‘লিগ্যাল’ বিভাগ সামির কাদের চৌধুরীর কাছ থেকে উচ্চ আদালতের আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি। বিসিবির ব্যারিস্টার মাহিন রহমান জানান, এস কিউ স্পোর্টস থেকে আদালতের কোনো আদেশ পাননি তারা। যদিও সামির কাদের চৌধুরী জানান, আদালতের আদেশের কপি বিসিবিকে দেওয়া হয়েছে।

এস কিউ স্পোর্টস থেকে ১০ দিন আগে বকেয়া পরিশোধ করার সময় চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে বলে জানান ব্যারিস্টার মাহিন। তিনি বলেন, ‘২০২৬ সালের পুরো সময় ধরে কয়েক কিস্তিতে বকেয়া পরিশোধ করতে চায় প্রতিষ্ঠানটি। এ রকম প্রতিশ্রুতির ভিত্তিতে আগেও একটা সমঝোতা হয়েছিল। অথচ একটি টাকাও পরিশোধ করেনি তারা। বর্তমান মেয়াদে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হলে ক্রিকেটারদের সম্মানী ও ফি পরিশোধের বিষয়ে কোনো উল্লেখ নেই চিঠিতে। তবে তাদের সঙ্গে বসে একটা সমঝোতায় যেতে হবে বকেয়া আদায়ের ব্যাপারে।’ 

এস কিউ স্পোর্টসের কাছে ২০১২ ও ২০১৩ সালের বিপিএলের সুদে-আসলে ৪৬ কোটি টাকা বকেয়া দাবি করে কোর্ট অব আর্বিটেশনে (সালিশি আদালত) গেছে বিসিবি। আদালতে বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি বলে জানান ব্যারিস্টার মাহিন। এ ব্যাপারে জানতে চেয়ে সামির কাদেরকে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলে তিনি বলেন, ‘ওটা পুরোনো ইস্যু। আজ উচ্চ আদালত নতুন আদেশ দিয়েছেন।’

বিপিএলের প্রথম দুই আসরে খেলাপি হওয়ার অভিযোগে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি বাতিল করেছিল বিসিবি। গত বছর সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাড়ে তিন কোটি টাকা পরিশোধের সমঝোতা চুক্তি করে বিপিএলে ফিরে এসেছে চিটাগং কিংস। ২০২৪ সালের নভেম্বরের মধ্যে তিন কিস্তিতে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছিল এস কিউ স্পোর্টসকে। বেঁধে দেওয়া সময়ে প্রতিষ্ঠানটি বকেয়ার টাকা দেয়নি বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বিসিবি। 

ফলে সমঝোতা চুক্তি বাতিল হওয়ায় ৪৬ কোটি টাকা বকেয়া দাবি করে চিঠি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজি মালিককে। এই পরিস্থিতিতে চিটাগং কিংসের নতুন করে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার সুযোগ নেই বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা শুনতে পেয়েছি, এস কিউ স্পোর্টস একটি নোটিশ দিয়েছে। কথা হলো, এখন তো বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। নতুন করে আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। স্বচ্ছতার ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করা হবে।


Scroll to Top