বাংলাদেশে অনুষ্ঠিত হলো মেডিক্যাল ফিজিকস অ্যাসোসিয়েশনের ১২তম আন্তর্জাতিক সম্মেলন


বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স অ্যাসোসিয়েশন (বিএমপিএ) কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিকস ও টেকনোলজি বিভাগের সহযোগিতায় ১২তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিজিকস ইন মেডিসিন (আইসিপিএম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও পরমাণু শক্তি কেন্দ্রে গত ১৬-১৭ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের থিম ছিল ‘ক্যান্সার ব্যবস্থাপনায় মেডিক্যাল ফিজিক্স’।

প্রধান অতিথি হিসেবে প্রখ্যাত শিক্ষাবিদ এবং সাবেক শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম ক্যান্সার ব্যবস্থাপনায় মেডিক্যাল ফিজিক্সের গুরুত্ব ও বিজ্ঞানের বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে অনকোলজি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর এম. এ. হাই ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশে রেডিওথেরাপির ইতিহাস এবং দক্ষ মেডিক্যাল ফিজিসিস্টের অভাব নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া অন্যতম বিশেষ অতিথি প্রফেসর ড. আবদুস সালাম বলেন, ‘ক্যান্সার একটি মরণব্যাধি। এর নিরাপদ চিকিৎসায় আমাদের সবাইকে হাসপাতালগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নুরুল ইসলাম, যিনি দেশে রেডিওথেরাপির মানোন্নয়নে মেডিক্যাল ফিজিসিস্ট নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ড. মো. নাহিদ হোসেন স্বাগত ভাষণে দেশের মেডিক্যাল ফিজিক্স শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ মেডিক্যাল ফিজিসিস্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেন। সহসভাপতি ড. মো. শাকিলুর রহমান দেশে রেডিওথেরাপির অপ্রতুলতার কথা উল্লেখ করে প্রোটন থেরাপি স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনলাইনে যুক্ত প্লেনারি বক্তা প্রফেসর ড. সালাহউদ্দিন আহমদ রেডিওথেরাপির বৈশ্বিক অগ্রগতি তুলে ধরেন।

এ ছাড়া প্লেনারি সেশনে অন্যান্য বক্তার মধ্যে ছিলেন প্রফেসর ড. খন্দকার সিদ্দিক-ই-রাব্বানি, প্রফেসর ড. গুইনিউন কিম, প্রফেসর ড. এ কে এম ফজলুল বারী, ড. সুরেশ চৌধুরী ও মো. জুবায়ের হাসান তারিফ।

বক্তারা দেশে আধুনিক প্রোটন থেরাপি চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সম্মেলন দেশে মেডিক্যাল ফিজিক্স ও ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
Scroll to Top