প্রশাসনের চোখে আড়াল, মহাসড়কে সুড়ঙ্গ কেটে ড্রেজার পাইপ বসানো হচ্ছে


সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া অংশে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে সুড়ঙ্গ কেটে ড্রেজার পাইপ বসানো হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিস্তীর্ণ এলাকা।

স্থানীয় সূত্র জানায়, ১৫ অক্টোবর রাত থেকে মহাসড়ক কেটে সুড়ঙ্গের কাজ শুরু করে বালুখেকোরা। এজন্য উপজেলার কাকরদিয়া এলাকায় ২০টির বেশি ড্রেজার পাইপ বসানো হয়।

মহাসড়কের বিভিন্ন অংশে সুড়ঙ্গ বা গুহা তৈরি করে সেখানে বসানো হচ্ছে এসব পাইপ, যার কোনোটিরও অনুমোদন নেই স্থানীয় প্রশাসনের। বিষয়টি সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছে এলাকাবাসী। এর পরও  প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়েনি।সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অপকর্মে জড়িত।

সুড়ঙ্গ কেটে ড্রেজার পাইপ বসানোর ঠিকাদারি কাজ পেয়েছেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের চাচাতো ভাই। 
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না বলেন, ‘সড়কে সুড়ঙ্গ বা বোরিং করে ড্রেজারের পাইপ বসিয়ে বালু তোলার চেষ্টা করা হচ্ছে মর্মে অভিযোগ পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের। তারা যদি আমাদের সহযোগিতা চান, তবে আমরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 
সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান বলেন, এ ধরনের কাজে কোনোমতেই সওজ অনুমোদন দেয় না। যারা অনুমোদনের কথা বলেন তারা নিছক ভুল তথ্য দিচ্ছেন।

Scroll to Top