দলকে দুই অঙ্কে রেখে ফিরলেন অঙ্কনও


ক্রমাগত ডট চাপটা ক্রমে বাড়িয়েই দিচ্ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের কাঁধে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই সিরিজেই অভিষিক্ত এই ব্যাটার সে চাপটা সামলাতে পারেননি। ১৭ রানের মাথায় ক্যাচ দিয়েছেন বাউন্ডারিতে। ১০০ রানের আগে ৪ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতো আজও মিডল অর্ডারের হাল ধরার দায়িত্ব বর্তায় তার কাঁধে। সেটা ভালোভাবেই পালন করছিলেন তিনি।
তবে আলিক আথানেজ তাকে শেষমেশ বিদায় করলেন। টানা ডটবল করে তাকে চাপে ফেলে দিয়েছিলেন। ফলে তাকে স্লগ সুইপ করে সে চাপটা বিদায় করতে চেয়েছিলেন অঙ্কন, শেষমেশ বিদায় নিতে হলো নিজেকেই। ৩৫ বলে ১৭ রান করে বিদায় নিলেন তিনি।
Scroll to Top