[caption id="attachment_10743" align="alignnone" width="600"]
ছবি: সংগৃহীত[/caption]
বর্ষা ও মাহিরের সম্মিলিত পরিকল্পনায় খুন করা হয় ছাত্রদল নেতা জোবায়েদকে। জোবায়েদকে বাসার নিচ থেকে আঘাত করা শুরু করে মাহির ও তার বন্ধু ফারদীন আহমেদ আইলান। এ সময় উপস্থিত ছিলেন বর্ষা।
হত্যার দিনে মাহিরের সঙ্গে তার আরও দুই বন্ধু ছিল। হত্যার জন্য তারা নতুন দুইটা সুইচ গিয়ার কেনে। এদিন এলোপাতাড়ি ছুরি চালায় মাহির।
পুলিশ জানায়, বর্ষার সঙ্গে মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়েদের ওপর দুর্বল হয়ে পড়ে। এ সময় বর্ষা মাহিরকে না করে দেন এবং তিনি জোবায়েদেকে পছন্দ করেন বলে জানান। কিন্তু কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জোবায়েদকে তার আর ভালো লাগে না। তখন জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির। জোবায়েদের সঙ্গে তিন মাসের প্রেমের সম্পর্ক ছিল বর্ষার। কিন্তু পরবর্তীতে জোবায়েদের থেকে সরে আসতে চান বর্ষা। জোবায়েদের সঙ্গে এই তিন মাসের রিলেশন থাকা সময়েও বর্ষা মাহিরকে নিজের গহনা বেচে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে বাইক কিনে দেন।
![]()