[caption id="attachment_7321" align="aligncenter" width="600"]
অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম [/caption]
চাঁদাবাজ ধরতে গিয়ে আহত হয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। বর্তমানে তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন শামীম জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী পৌর এলাকার আরশীনগর সিএনজি স্টেশনে যান পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম। এসময় দুই চাঁদাবাজকে হাতেনাতে ধরে ফেলেন। ওই চাঁদাবাজরা ধাক্কা দিলে তিনি পা পিছলে পড়ে আহত হয়েছেন।
সম্প্রতি নরসিংদী জেলার চাঁদাবাজদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ‘খোলা চিঠি’ পোস্ট করেছেন শামীম আনোয়ার। ওই পোস্টে ‘নরসিংদীর ডিকশনারি’ থেকে চাঁদাবাজি শব্দ বিদায় করে দেওয়ার কথা বলেছেন তিনি।
শামীম আনোয়ার লেখেন, ‘প্রিয় চাঁন্দা-ভাইয়েরা, নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী, প্রকাশ্য চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় জানি আপনাদের আঁতে ঘা লেগে গেছে। আমাকে থামাতে নানামুখী আয়োজনও চলছে আপনাদের।’
তিনি আরও লেখেন, ‘লোভ-লালসা থেকে হুমকি-ধামকি প্রদর্শন, বাদ যাচ্ছে না কোনোটাই। হয়ত ভাবছেন, পুলিশ অফিসারেরা এমন আওয়াজ টুকটাক দেয়ই। বান্ডিলের প্রত্যাশা জানান দেওয়া আরকি! হয়তো মোটা কলেবরের কিছু পকেট পুরে দিলেই টুপ করে চুপ মেরে যাবে।’
![]()