কোয়েলের স্বীকারোক্তি: আমি ভীষণ স্বার্থপর মানুষ


টলিউডের মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ পর্যন্ত কোনো বিতর্কে জড়াননি। আগামী ২১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘স্বার্থপর’। ছবি মুক্তির আগে হঠাৎ করে কেন নিজেকে স্বার্থপর বলে উল্লেখ অভিনেত্রীর? ১৬ বছর পর রঞ্জিত মল্লিকের সঙ্গে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে মেয়ে কোয়েল মল্লিককে। একজন ভাই এবং বোনের অন্যরকম একটি গল্প নিয়ে তৈরি হওয়া ছবি ‘স্বার্থপর’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক।

সম্প্রতি ছবির বিষয়ে কথা বলতে গিয়ে নিজেকে স্বার্থপর বলে বসলেন অভিনেত্রী। অভিনেত্রীকে যখন প্রশ্ন করা হয়, কোয়েল কতটা স্বার্থপর? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ স্বার্থপর।’ কেন তিনি এমন কথা বললেন? কোয়েল যে উত্তর দিয়েছেন তা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন।

কোয়েল বলেন, ‘আমি সত্যি ভীষণ স্বার্থপর। আমি শান্তির জন্য স্বার্থপর। আমি আমার পরিবারের জন্য স্বার্থপর। আমি আমার কাছের মানুষদের নিয়ে স্বার্থপর। আমি স্বার্থপর বলতে এটুকুই বুঝি। এর বাইরে স্বার্থপর কথাটির সংজ্ঞা জানা নেই আমার। আমি শুধু আমার পরিবারকে ভালোবাসতে জানি।’

এরপর কোয়েল মল্লিককে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি নিজের বায়োপিকে কাকে দেখতে চান? উত্তরে কোয়েল বলেছিলেন, ‘আমি ভীষণ একজন বোরিং মানুষ। আমার বায়োপিক তৈরি হলে কেউ দেখবে না। একটা মানুষের জীবনে কিছু তো ড্রামা থাকে কিন্তু আমার সেটাও নেই। আমি কাজ না থাকলে শুধুই নিজের বাড়িতে থাকতেই পছন্দ করি। সন্তান এবং পরিবারের বাকিদের সঙ্গে গল্প করে কাটিয়ে দিই। তাই আমার জীবন নিয়ে ছবি তৈরি করা যায় না।’

Scroll to Top