

আবারও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার কাতারে কাবুলের সঙ্গে ইসলামাবাদের আলোচনার ঘোষণা দিয়েছে।পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা ও সীমান্তে দুই দিনের শান্তিপূর্ণ যুদ্ধবিরতি ভঙ্গের পর এ ঘোষণাটি এলো।
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক আফগান তালেবানদের সঙ্গে আলোচনার জন্য আজ কাতারের রাজধানী দোহা যাচ্ছেন।
দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এক সপ্তাহের সহিংসতার পর গত বুধবার অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়। তালেবানরা পাকিস্তানের সঙ্গে তাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কিছু অংশে আক্রমণ শুরু করে, যার ফলে ইসলামাবাদ তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তান তার মাটিতে পাকিস্তানি তালেবান (টিটিপি) নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
![]()