কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৪ সদস্য গ্রেফতার

 

কুমিল্লায় ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।

কুমিল্লায় ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গ্যাং লিডার সিফাত (২০) ও আবরার (১৯)সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, হাসুয়া, চাকু ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

Scroll to Top