

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হন এ তারকা। তবে এখন আর আগের মতো সিনেমায় নিয়মিত অভিনয়ে দেখা যায় না বুবলীকে। কিন্তু অভিনয়ে না থাকলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি।
সামাজিক মাধ্যমে শুক্রবার সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। তার পরনে ছিল কালো-সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ, এর সঙ্গে কালো প্যান্ট, যা তার স্টাইলে নতুনমাত্রা এনে দিয়েছে। সঙ্গে বড় ফ্রেমের স্টাইলিশ সানগ্লাস, হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছেন এক রহস্যময় আবেদন।
![]()




