ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটকে রেখেছে হুতি বিদ্রোহীরা


ইয়েমেনে হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ জন কর্মীকে এখনও আটকে রেখেছে। ইয়েমেনে জাতিসংঘের কার্যালয় রোববার (১৯ অক্টোবর) জানিয়েছে, হুতি বিদ্রোহীরা একদিন আগে সানায় জাতিসংঘের ভবনে হামলা চালিয়েছে।

জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, হুতি নিরাপত্তা বাহিনী তাদের কার্যালয়ে ‘অননুমোদিতভাবে প্রবেশ’ করেছে। জাতিসংঘের সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম বলেন, কম্পাউন্ডের ভেতর ২০ জন কর্মী আটক রয়েছেন।

জিন আলম জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন আন্তর্জাতিক কর্মী এবং পাঁচ জন ইয়েমেনি নাগরিক এখনও আটক রয়েছেন। তিনি বলেন, ‘এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা হুতি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্র ও সকল পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি, যেন দ্রুত আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করা যায় এবং সানায় অবস্থিত আমাদের কার্যালয়টির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জাতিসংঘ কর্মকর্তা জানান, আটককৃতদের মধ্যে ইউনিসেফ-এর ইয়েমেন প্রতিনিধি পিটার হকিন্স রয়েছেন।

দুটি হুতি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে আটককৃতদের মধ্যে হকিন্সও রয়েছেন

Scroll to Top