[caption id="attachment_8722" align="aligncenter" width="600"]
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ এবং মতিহার হলে পুলিশ, প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন যৌথ তল্লাশি চালায়। ছবি: সত্যের পথে[/caption]
নিরাপত্তার অংশ হিসেবে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ এবং মতিহার হলে পুলিশ, প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন যৌথ তল্লাশি চালায়। এ সময় পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে হলে অবস্থান করতে দেখা যায়। তাদের সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, মতিহার হলে তিনজন এবং বিজয়-২৪ হলে দুজন অনাবাসিক শিক্ষার্থী পাওয়া গেছে। তারা সবাই সংশ্লিষ্ট হলের ছাত্র হলেও নিয়ম অনুযায়ী হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন, হলের পরিস্থিতি এখন অনেক উন্নত।’
নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে প্রবেশের ফটকে চেকপোস্ট বসানো হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে সাদাপোশাক ও ইউনিফর্ম মিলিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য ক্যাম্পাসে মোতায়েন থাকবেন। এ ছাড়া অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও সার্বিক সহযোগিতায় থাকবে।
![]()