যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও সংলগ্ন এলাকা।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ (বিউবিডি) জানিয়েছে- জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমারের মেরামত ও গাছের ডালপালা কাটার কাজের কারণে এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

তিনি আরও জানান, সাময়িক এই অসুবিধার জন্য তিনি সাধারণ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।


Scroll to Top