বাটা বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি হিসেবে দায়িত্ব নিলেন ফারিয়া ইয়াসমিন

ফারিয়া ইয়াসমিন

বাটা শু কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। বাংলাদেশে বহুজাতিক কোম্পানিটির সর্বপ্রথম প্রথম নারী এমডি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। স্বাধীনতার পর বাংলাদেশে বাটার প্রথম বাংলাদেশি এমডিও হতে যাচ্ছেন ফারিয়া। আগামী মাসে নতুন দায়িত্ব নেবেন তিনি।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনার কথা জানায় বাটা শু কোম্পানি বাংলাদেশ। এতে বলা হয়, ফারিয়া ইয়াসমিন কোম্পানির বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর বাটা শু বাংলাদেশের এমডির দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির এমডি হিসেবে যোগ দেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারিয়া ইয়াসমিন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এসিআইতে চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রেকিট বেনকাইজার, ম্যারিকো ও নেসলেতেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

Scroll to Top