ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ফাইল

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ (৩৯) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়াদের অসুস্থ হওয়ার খবরটি তার পারিবারিক সূত্রে পাওয়া গেছে। তার স্ত্রী জান্নাতুল কাউসার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে অসুস্থ হওয়ার খবর জানিয়েছেন। ভক্তদের কাছে রিয়াদের দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন।’ বিসিবির ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাহমুদউল্লাহ অবস্থা এখন কিছুটা ভালো। তিনি এখন উন্নতির পথে।


Scroll to Top