ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজয়


বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ অনুষ্ঠিত এটিএন বাংলার আয়োজিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’-এ গৌরব অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব।

শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব, আর বিরোধী দলে ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি চূড়ান্ত বিজয় অর্জন করে।

বিতর্কের বিষয় ছিল— ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে।’

Scroll to Top