‘ডাস্টবিনে ছুড়ে ফেলা আওয়ামী বয়ান কুড়িয়েই রাজনীতি করতে হবে?’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী মিথ্যা বয়ানের রাজনীতির কবর রচিত হয়েছে। নতুন প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়ানকে ডাস্টবিন ছুড়ে মেরেছে। কিন্তু ডাস্টবিন থেকে কুড়িয়ে সেই আওয়ামী বয়ানকে ধারণ করেই রাজনীতি করতে হবে?

স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর নতুন বাংলাদেশেও সেই পুরোনো রাজনৈতিক কাঠামো ও বায়ান নিয়ে আক্ষেপ প্রকাশ করে এমনই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে ওই প্রশ্ন তোলেন ছাত্রশিবিরের সভাপতি। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

 

Scroll to Top