আজ ঢাকায় যেসব কর্মসূচি অনুষ্ঠিত হবে

ফাইল ছবি

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

• সকাল ১০টা : ডিআরইউ মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ সংগঠন নাগরিক ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

• দুপুর ১২টা : নবীনগর বর্ণ বিদ্যালয় গলি চাঁন মিয়া বাড়ি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কামরাঙ্গীচরে আমরা বিএনপি পরিবার কর্মসূচি রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 নাগরিক ঐক্য

• বেলা ১১টা : জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এবি পার্টি

• বেলা ১১টা : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ১০০ আসনের প্রার্থী ঘোষণা করবে। এ লক্ষ্যে পল্টনে ফারইস্ট টাওয়ার মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে দলটি।

জাতীয় সেমিনার

• দুপুর ২টা : জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজধানী ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মাল্টিপারপাস হলে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ কোরবান আলী।

সেমিনারে আলোচনা করবেন জাতীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি পেশার কর্মকর্তারা।

Scroll to Top