অর্ধশত অবৈধ ভারতীয়কে আবারো ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

আবারও অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে আরও অর্ধশত ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

গণমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে প্রবেশ করা ৫৪ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এদের সবাই হরিয়ানা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। গতকাল রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। পুলিশ জানিয়েছে, এই যুবকরা তথাকথিত ‘ডনকি রুট’ তথা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অধিকাংশ যুবকের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। কর্নাল পুলিশের ডিএসপি সন্দীপ কুমার জানান, সবাইকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ মেলেনি। তিনি বলেন, যারা বিদেশে যেতে চান, তাদের আইনসম্মত পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অবৈধ পথে গেলে শেষ পর্যন্ত বড় সমস্যায় পড়তে হয়।

ডিএসপি কুমার আরও জানান, পুলিশের তদন্ত চলবে এবং কারও অপরাধমূলক রেকর্ড থাকলে তা উদ্ঘাটিত হবে। উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্র শত শত ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনবিরোধী কঠোর অবস্থানের ফলে এই ধরনের নির্বাসনের ঘটনা বেড়েছে।


Scroll to Top